হৃদয় চাঁদ ,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ সেবাগ্রহীতারা।
বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিল পরিশোধ ও অন্যান্য সমস্যার সমাধান নিতে আসা গ্রাহকরা অফিসের দরজায় এসে দীর্ঘসময় অপেক্ষা করেও কর্তৃপক্ষের দেখা মিলছে না।
ঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে গ্রাহকরা জানান, হঠাৎ করে অফিস তালাবদ্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষকরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে আসা অনেকেই সময়মতো কাজ করতে না পেরে বিপাকে পড়েছেন। বিদ্যুৎ যাওয়া আসার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে গ্রাহকরা দ্রুত তাদের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “বিদ্যুৎ মানুষের মৌলিক প্রয়োজন, অথচ অফিসে তালা ঝুলিয়ে রাখাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।”
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব প্রকৌঃ মোঃ ওমর কাইয়ুম জানান, অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা গণ ছুটিতে, তবে কিছু সংখ্যক বিভিন্ন সাবষ্টেশনে জুরুরী সেবায় নিয়োজিত রয়েছে।
মন্তব্য করুন