ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

নবাবগঞ্জ উপজেলা পরিষদের সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা নিয়ে বিদায় সংবর্ধনা নিলেন (ইউএনও) সালাউদ্দীন মনজু

ডেস্ক নিউজ
জুন ২, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট মোঃ শাহীন‌উজ্জামান শাহীন এল‌এলবি (অধ্যয়নরত) সিনিয়র রিপোর্টারঃ

 

নবাবগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ‌এম সালাউদ্দীন মনজুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে এইচ‌এম সালাউদ্দীন মনজুর বিদায় সংবর্ধনা সকাল পৌনে ১২ টার পর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনায় এইচ‌এম সালাউদ্দীন মনজুর ৩ বছর ১ মাস ৯ দিনের নবাবগঞ্জ উপজেলার কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের মাঝে আসা নবাবগঞ্জ উপজেলার নতুন (ইউএনও) মোঃ মতিউর রহমান কে এসময় ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদ।

এরপর পুনরায় উপজেলা পরিষদের সদস্যগণ সরকারি কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এইচ‌এম সালাউদ্দিন মনজু সম্পর্কে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের সদস্যরা।

সবার বক্তব্যেয় এইচ‌এম সালাউদ্দীন মনজুর ৩ বছরের কর্মজীবনের সফলতা গুলোই বার বার উঠে আসেন। নবাবগঞ্জ উপজেলা থেকে ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত,শোচাগারের‌ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত সহ অনেক সম্মান নবাবগঞ্জের জন্য বয়ে এনেছেন তিনি।

তার সফলতা ও কৃতিত্ব অর্জন নবাবগঞ্জ উপজেলা বাসী চিরদিন স্বরণে রাখবে।

নবাবগঞ্জে এসেই তিনি কি কি পদক্ষেপ গুলো গ্রহণ করে সরকারের দেওয়া জনগণের সেবা কতটুকু নিশ্চিত করেছেন সে বিষয়গুলো নিয়েও আলোচনা করেন বক্তারা।

সবার মুখ থেকে এইচ‌এম সালাউদ্দীন মনজুর কৃতিত্ব ও তার ভূয়সী প্রশংসা উঠে আসে।

এইচ‌এম সালাউদ্দীন মনজু একজন জনবান্ধব, জনকল্যাণকর (ইউএনও) কঠোর কাজ করা একজন মানুষ, কর্মঠ ও এক্সছেলেন্সি দক্ষতা সম্পন্ন সালাউদ্দিন মনজুর ব্যক্তিত্বে ফুটে উঠেছেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।

উপজেলা পরিষদ তার উত্তর উত্তর সফলতা কামনা করে সবাই তাকে বিদায় জানান ।

বিদায়কালে উপজেলা পরিষদের সদস্যদের আবেগঘন ও নিরব কান্নায় সম্মানিত হন (ইউএনও) এইচ‌এম সালাউদ্দীন।

কর্মজীবনের দীর্ঘ ৩ বছর ১ মাস ৯ দিন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পদ থেকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা (ADC) পদে পদোন্নতি পাওয়ায় এ বিদায় সংবর্ধনা নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে নিতে হচ্ছে।

এছাড়া নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাদের সর্বোচ্চ সম্মান ও ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় সংবর্ধনায় সংবর্ধিত হন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নবাবগঞ্জ অফিসার্স ক্লাবের সভাপতি এইচ‌এম সালাউদ্দীন মনজু।

বিদায় সংবর্ধনায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের বিদায় অনুষ্ঠান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান শিকদার। বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান শিকদার দোহার সার্কেল পুলিশের এএসপি আরিফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত,

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন,যুগ্ম আহ্বায়ক এডভোকেট ডক্টর সাফিল উদ্দিন মিয়া,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার,ভাইস চেয়ারম্যান মহিলা ইয়াসমিন আক্তার,

ঢাকা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান খান সোহেল,

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিএস ডা.শহীদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আহমেদ,নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী,স্থানীয় সরকারের
ইউজিডিপি শাহীনা ইসলাম। কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি র‌ইস উদ্দিন,বাহ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ডক্টর সাফিল উদ্দিন মিয়া,শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা,বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির জয়কৃষ্নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেশমা আক্তার,বারুয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম‌এ বারী বাবুল,

যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন,গালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া আজিম

কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ বক্সনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া,আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী,চূড়াইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন,নয়নশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ চৌধুরী

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান,ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য এসএম সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান,

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার রকিবুর রহমান রাকিব,বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুল এর প্রধান শিক্ষক মোজাম্মেল হক, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসান‌ আহমেদ মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফ আলী,সহকারী শিক্ষা অফিসার শামীমা ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তাগণ,

সর্বোপরি বিদায়ী নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু নবাবগঞ্জ উপজেলা বাসীর কাছে তার কর্মের মাধ্যমে তার নিজের গ্রহণ যোগ্যতা শতভাগ নিশ্চিত করতে সব সময় কাজ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।