ঢাকাসোমবার , ২৭ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

বিশ্বকাপের ৩২ দলের অধিনায়ক

ডেস্ক নিউজ
জুন ২৭, ২০২২ ৬:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র ৫ মাস। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই যে তুমুল উত্তেজনা তৈরি হচ্ছে সারা বিশ্বে, তা অভাবনীয়। লম্বা সময় বাকি থাকলেও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো।

দলগুলোর প্রস্তুতিই নয়, বিশ্বের প্রায় সব বোদ্ধাই তাদের কলম এবং চিন্তা নিয়ে হাজির হয়েছেন বিশ্বকাপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার জন্য। ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ মহাজজ্ঞ।

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম এরই মধ্যে হাজির করেছেন, বিশ্বকাপের প্রতিটি দেশের অধিনায়ক কারা, তাদের নাম পরিচয়। পাঠকদের জন্য তুলে ধরা হলো সেই ৩২ অধিনায়ককে।

গ্রুপ একাতার: হাসান আল হাইদোস (বর্তমান ক্লাব: আল সাদ)নেদারল্যান্ডস: ভিরগিল ফন ডাইক (বর্তমান ক্লাব: লিভারপুল)সেনেগাল: কালিদউ কৌলিবালি (বর্তমান ক্লাব: নাপোলি)ইকুয়েডর: এনার ভ্যালেন্সিয়া (বর্তমান ক্লাব: ফেনেরবাখ)

গ্রুপ বিইংল্যান্ড: হ্যারি কেইন (বর্তমান ক্লাব: টটেনহ্যাম হটস্পার)যুক্তরাষ্ট্র: ক্রিশ্চিয়ান পউলিসিক (বর্তমান ক্লাব: চেলসি)ইরান: এহসান হাজসাফি (বর্তমান ক্লাব: এইকে এথেন্স) ওয়েলস: গ্যারেথ বেল (বর্তমান ক্লাব: এলএএফসি)

গ্রুপ সিআর্জেন্টিনা: লিওনেল মেসি (বর্তমান ক্লাব: পিএসজি)মেক্সিকো: আন্দ্রেস কুয়ার্দাদো (বর্তমান ক্লাব: রিয়াল বেটিস)পোল্যান্ড: রবার্ট লেওয়ানডস্কি (বর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখ)সৌদি আরব: সালমান আল ফারাজ (বর্তমান ক্লাব: আল হিলাল)

গ্রুপ ডিফ্রান্স: হুগো লরিস (বর্তমান ক্লাব: টটেনহ্যাম হটস্পার)ডেনমার্ক: সিমন জায়ের (বর্তমান ক্লাব: এসি মিলান)তিউনিসিয়া: ইউসেফ এমসাকনি (বর্তমান ক্লাব: আল দুহাইল)অস্ট্রেলিয়া: ম্যাথিউ রায়ান (বর্তমান ক্লাব: রিয়াল সোসিয়েদাদ)

গ্রুপ ইস্পেন: সার্জিও বুস্কেটস (বর্তমান ক্লাব: বার্সেলোনা) জার্মানি: ম্যানুয়েল ন্যুয়ার (বর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখ)জাপান: মায়া ইয়োশিদা (বর্তমান ক্লাব: সাম্পদোরিয়া)কোস্টারিকা: ব্রায়ান রুইজ (বর্তমান ক্লাব: আলাজুয়েলেন্স)

গ্রুপ এফবেলজিয়াম: ইডেন হ্যাজার্ড (বর্তমান ক্লাব: রিয়াল মাদ্রিদ)ক্রোয়েশিয়া: লুকা মদ্রিচ (বর্তমান ক্লাব: রিয়াল মাদ্রিদ)মরক্কো: রোমাইন সাইস (বর্তমান ক্লাব: উলভস)কানাডা: আতিবা হুচিনসন (বর্তমান ক্লাব: বেসিক্টাস)

গ্রুপ জিব্রাজিল: থিয়াগো সিলভা (বর্তমান ক্লাব: চেলসি)সুইজারল্যান্ড: গ্রানিত শাকা (বর্তমান ক্লাব: আর্সেনাল)সার্বিয়া: দুসান তাদিক (বর্তমান ক্লাব: আয়াক্স)ক্যামেরুন: ভিনসেন্ট আবুবকর (বর্তমান ক্লাব: আল নাসের)

গ্রুপ এইচপর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদো (বর্তমান ক্লাব: ম্যানইউ)উরুগুয়ে: দিয়েগো গোডিন (বর্তমান ক্লাব: ভেলেজ সার্সফিল্ড)দক্ষিণ কোরিয়া: সন হিউং মিন (বর্তমান ক্লাব: টটেনহ্যাম হটস্পার)ঘানা: অ্যান্ড্রু আইয়ু (বর্তমান ক্লাব: আল সাদ)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।