ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

যেসব উপায়ে দূর করবেন কাপড়ের দাগ

ডেস্ক নিউজ
জুন ১৮, ২০২২ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অসাবধানতার কারণে লেগে যাওয়া এই দাগগুলো তোলার জন্য কাঠখড় পোড়াতে হয়। পুরোনো ছবি

খাবার খেতে গিয়ে কাপড়ে দাগ লেগে যাওয়া কিংবা কলমের কালির দাগ লাগার মতো ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু তাই বলে পছন্দের কাপড় তো ফেলে দেওয়া যায় না। অসাবধানতার কারণে লেগে যাওয়া এই দাগগুলো তোলার জন্য কাঠখড় পোড়াতে হয় অনেককেই। ভিন্নভিন্ন ধরনের দাগ তোলার জন্য রয়েছে ভিন্নভিন্ন উপায় যা দিয়ে আপনি নিমিষেই তুলে ফেলতে পারবেন এই দাগ। আসুন জেনে নিই সেসব কৌশল-

ঘামের দাগ : একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে কাপড়ের ঘামের দাগের উপর স্প্রে করুন। ২০ থেকে ৩০ মিনিট এভাবেই রেখে দিন। এরপর কাপড় ভালো করে ধুয়ে নিন। এতে সহজেই কাপড়ের ঘামের দাগ দূর হবে। ঘামের কারণে শার্ট বা টি-শার্টের কলারে এবং বগলে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে শ্যাম্পু অনেক উপকারী। যেকোনো শ্যাম্পু নিয়ে দাগের ওপর লাগিয়ে ভালোভাবে ঘষে নিন। এরপর কাপড় ধুয়ে ফেলুন।

কালির দাগ : অফিসের কিংবা স্কুল-কলেজের কাপড়ে কলমের কালির দাগ লাগে। এই কালির দাগ দূর করতে একটি স্পঞ্জ দুধে ভিজিয়ে স্পঞ্জটি দাগের ওপর ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ছাড়া এই দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। ২ থেকে ৩ ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার লাগান। টুথব্রাশ দিয়ে দাগের ওপর ঘষুন এবং বেকিং পাউডারের পেস্ট লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তেলের দাগ : খাবারের সময় তেল পরে কিংবা মাথায় তেল দিয়ে ঘুমালে বালিশের কাপড় বা কভারে দাগ লেগে নষ্ট হয়ে যায়। এই দাগ তোলার জন্য প্রথমে কাপড় বা বালিশের কভার থেকে টিস্যু পেপারের সাহায্যে বাড়তি তেল শুষে নিন। এবার তেলের দাগের ওপর শ্যাম্পু দিয়ে হালকা ঘষে নিন। এরপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

চা বা কফির দাগ : অসাবধানতার কারণে কাপড়ে চা, কফি কিংবা জুসের দাগ লেগে যাতে পারে। এই দাগ ওঠানোর জন্য কাপড়ে সাদা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। তবে দাগের পরিমাণ বেশি হয় তাহলে ৩ ভাগ ভিনেগার ও ১ ভাগ পানির মিশ্রণে সারারাত কাপড়টি ভিজিয়ে রাখুন এবং পরের দিন ধুয়ে ফেলুন।

সুপ বা সসের দাগ : কাপড়ে সুপ বা সসের দাগ লেগে যেতেই পারে। তাই হাতের কাছে ক্লাব সোডা বা সোডা-পানীয় থাকলে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে দাগের ওপর ঘষে নিন, দাগ উঠে গেলে ধুয়ে ফেলুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।