ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

জিম্বাবুইয়ান কিংবদন্তি বোলার হিথ হিল্টন স্ট্রিক নট আউট ৪৯…

আরিফুল ইসলাম রনি
আগস্ট ২৫, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

হিথ স্ট্রিককে চিনতে কষ্টই হচ্ছে। তার পাশে বসা ওই ভদ্রলোককে হয়তো এখন চিনতে পারছেন না অনেকে। তবে একসময় বাংলাদেশেও তিনি বেশ পরিচিত ছিলেন। রে প্রাইস…

আজকে সকালেই স্ট্রিকের সঙ্গে দেখা করেছেন প্রাইস। সাবেক এই বাঁহাতি স্পিনার ছবিটি ফেইসবুকে পোস্ট করেছেন ঘণ্টাখানেক আগে। ক্যাপশনে লিখেছেন, “Morning tea with best friend”…

এই ছবি পোস্ট করার একটু আগে প্রাইস ফেইসবুকে লিখেছেন, “ফেইসবুকে ও অন্যান্য জায়গায় লোকে যেমনটি বলছেন, আসলে হিথ স্ট্রিক কিন্তু বিদায় নেননি। সত্যি বলতে, আমরা এখন একসঙ্গে তার বারান্দায় বসেই চা পান করছি ও সূর্যোদয় দেখছি।”

হেনরি ওলোঙ্গার সঙ্গেও কথা বললাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অ্যাডিলেইডে তার সাক্ষাৎকার নিয়েছিলাম। মাঝেমধ্যে টুকটাক কথা হয় এখনও। সাবেক এই পেসার বললেন যে, ভুল খবর পেয়ে তিনিও শোকপ্রকাশ করেছিলেন। পরে স্ট্রিকের সঙ্গে তার কথা হয়েছে…

তবে ওলোঙ্গা এটাও জানিয়েছেন, বেঁচে থাকলেও খুব ভালো নেই স্ট্রিক। যদিও স্ট্রিক নিজে বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছেন, তিনি আগের চেয়ে ভালো আছেন এবং সেরে উঠছেন…

গত মে মাসে যখন স্ট্রিকের কোলন ও লিভারের ক্যান্সারের কথা জানা যায়, তখনই জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী বলেছিলেন যে, ‘একদম শেষ পর্যায় চলছে…”

শন উইলিয়ামস তখন বলেছিলেন যে, ‘ক্যান্সারের চতুর্থ পর্যায় চলছে…”

এই শন উইলিয়ামস ও জিম্বাবুয়ের আরও অনেক ক্রিকেটার স্ট্রিক ও তার পরিবারের কাছে ঋণী। বছরের পর বছর ধরে হারারের বাইরের অনেক ক্রিকেটারের ঠিকানা হয়েছে স্ট্রিকদের বাড়ি। স্ট্রিক ও তার বাবা সাবেক ক্রিকেটার ডেনিস স্ট্রিক নানাভাবে সাহায্য করেছেন উঠতি ক্রিকেটারদের…

স্ট্রিকদের পরিবারের ঘনিষ্ঠ এই শন উইলিয়ামসও শোক প্রকাশ করে ফেলেছিলেন মৃত্যুর খবরে। রয়টার্স, আরও বিভিন্ন বার্তা সংস্থা, গার্ডিয়ানসহ আরও অনেক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল তো বটেই…

যাহোক, আপাতত বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুইয়ান কিংবদন্তি বোলার হিথ হিল্টন স্ট্রিক নট আউট ৪৯…

(ক্রেডিট: আরিফুল ইসলাম রনি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।