ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

‘১৯৭১: সেইসব দিন’ মুক্তির ১সপ্তাহের মাথায় হল পেল না?

ডেস্ক নিউজ
আগস্ট ২৭, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনুদানের সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’ মুক্তি পেয়েছিল গত শুক্রবার। মূলত মাল্টিপ্লেক্সগুলোতেই সিনেমাটি দেখার সুযোগ পেয়েছে দর্শক। নির্মাতা হৃদি হক তার প্রথম সিনেমাতেই মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন ভিন্ন এক আঙ্গিকে, যে চেষ্টাটা সাধুবাদ পেয়েছে দর্শকের কাছ থেকে। যারাই এই সিনেমাটি দেখেছেন, একবাক্যে স্বীকার করে নিয়েছেন, অনুদানের টাকার শতভাগ ব্যবহার হয়েছে এই সিনেমায়, সরকারী টাকায় যথেচ্ছাচার করেনি কেউ, সিনেমাটি নির্মাণ করতে গিয়ে অসততার আশ্রয়ও নেননি নির্মাতা, উল্টো ঢালতে হয়েছে গাঁটের টাকা।

সিনেমা হিসেবে ‘১৯৭১: সেইসব দিন’ নিখুঁত হয়নি। ভুলত্রুটি এই সিনেমাতেও আছে, আছে কমতি, আছে সমালোচনার জায়গা। সেসব সিনেমার পেছনে কাজ করা মানুষগুলোও জানেন, নিজেদের ভুলত্রুটি তারা স্বীকারও করে নেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর তারা জানেন না। কেন দর্শক রেসপন্স ভালো থাকার পরও মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে সিনেমাটি একটি শো-ও পেল না? এটা যে কোন সিনেমার নির্মাতার জন্য হতাশাজনক, হতাশাজনক দর্শকের জন্যেও, যারা ভালো গল্পে নির্মিত সিনেমা দেখতে চান।

ভারতীয় সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছে আজ, হলিউড-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর- নাইন’ চলছে সাড়ম্বরে। একারণে ঈদের দুই সিনেমা সুড়ঙ্গ এবং প্রিয়তমা নেমে যাওয়ার পরও (প্রিয়তমার একটি শো চলছে সিনেপ্লেক্সে) ব্রাত্য থেকে গেছে ১৯৭১: সেই সব দিন। প্রশ্নটা এখানেই। ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর কয়েকটি শো কি মুক্তিযুদ্ধের এই সিনেমাটি পেতে পারতো না?

মাল্টিপ্লেক্সকে ঘিরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। আর স্টার সিনেপ্লেক্স সেই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে। তাই এই মাল্টিপ্লেক্স চেইনের কাছে আমাদের প্রত্যাশাটাও বেশি। সেই জায়গা থেকেই মনে হচ্ছে, মুক্তিযুদ্ধের এই সিনেমাটাকে আরেকটু ভালোভাবে তারা সাপোর্ট দিতে পারতেন। পারতেন সিনেমার বিশাল পটভূমিতে নবীন এক নির্মাতার কাঁধে ভরসার হাত রাখতে। ব্যবসার খাতিরে হয়তো তারা কিসি কা ভাই কিসি কি জান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাদের এই সমর্থনটা এই সিনেমার জন্য বড্ড দরকার ছিল। যে সিনেমা আমাদের গৌরবের গল্প বলে, আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের গল্প বলে, সেই সিনেমাটার বেলায় লাভ ক্ষতির হিসেবের খানিকটা ঊর্ধ্বে উঠলেও বোধহয় ক্ষতি ছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।